মমতাকে আরো পাঁচ বছরের জন্য ওয়াক-ওভার!
২০১৬ সালে পশ্চিমবঙ্গ দখল সম্ভব নয় বুঝেই আগেভাগেই আগামী পাঁচ বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াক-ওভার দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার কলকাতাসংলগ্ন হাওড়ার শরৎ সদনে এসে একটি দলীয় অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি এই মনোভাব জানান।
অমিত শাহ ঘোষণা করেন, ‘আগামী বিধানসভা ভোটে আমরা দিল্লি এবং উত্তরপ্রদেশের সব আসন পাব না। পশ্চিমবঙ্গে ২০১৯-এর জন্য বিজয়রথ চালু করার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে আমাদের।’
অমিত শাহ ভুলেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মুখে আনেননি। তাঁর মন্তব্যের পরেই ভারতীয় রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচন ছেড়ে বিজেপি কেন পশ্চিমবঙ্গে ২০১৯-এর লোকসভা নির্বাচনকে টার্গেট করল?
রাজনৈতিক মহলের ধারণা, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রায় ১১ শতাংশ ভোট বাড়ার পর পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখেছিলেন বিজেপি নেতারা। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি উপনির্বাচন (উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ লোকসভা এবং নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভা) এবং পুরসভা নির্বাচনে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে। রাজ্যের মধ্যে ৮০টির ওপর পুরসভায় ওয়ার্ডভিত্তিক মাত্র সাতজন পুরপ্রতিনিধি নিয়ে খুশি থাকতে হয়েছে রাজ্য বিজেপিকে।
রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, অতিপ্রাকৃত কিছু না ঘটলে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যে মমতা সরকারকে উৎখাত করা যাবে না—এটি ভালোই জানেন বিজেপির শীর্ষ নেতৃত্ব মোদি-অমিত শাহরা। তাঁরা মুখে যতই হম্বিতম্বি করুন না কেন, আসলে বাংলার বুকে কিছুটা ধীরে চলার নীতিই মেনে চলেন।