ইমরান তাহিরকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
এই মুহূর্তে ইমরান তাহির বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার। এবারের আইপিএলে দক্ষিণ আফ্রিকার এই পাকিস্তানি বংশোদ্ভূত বোলারের পারফরম্যান্স বেশ ভালো ছিল। ওয়ানডে সিরিজে তাই তাহিরকে নিয়ে দুশ্চিন্তায় মাশরাফি বিন মুর্তজা। তাঁকে সামলানোর জন্য আলাদা পরিকল্পনার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘নিঃসন্দেহে ইমরান তাহির এখন বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার। তিনি দারুণ ফর্মে আছেন। এমন একজন বোলারকে মোকাবিলার জন্য আলাদা পরিকল্পনা ছাড়া উপায় নেই। আমরা তা নিচ্ছিও।’
উপমহাদেশে তাহিরের পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইমরান তাহির ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১২ উইকেট নিয়েছিলেন তিনি। আইপিএলে খেলার অভিজ্ঞতার কারণে এই অঞ্চলে তাঁর পারফরম্যান্স বরাবর ভালো। আমাদের ব্যাটসম্যানদের তাঁকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।’
অবশ্য শুধু তাহির নয়, মাশরাফির দৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার পুরো বোলিং আক্রমণই ভীষণ শক্তিশালী, ‘দক্ষিণ আফ্রিকার এই দলে বিশ্বমানের কয়েকজন বোলার রয়েছেন। তাঁদের বোলিং আক্রমণ সমীহ করার মতোই। তবে তাঁদের মোকাবিলা করার সামর্থ্য আমাদের ব্যাটসম্যানদের আছে।’
মাশরাফি অবশ্য স্পিনার হিসেবে তাহিরের চেয়ে সাকিব আল হাসানকে বেশি এগিয়ে রাখছেন, ‘তাহির যে খুবই ভালো বোলার তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি মনে করি তাঁর চেয়ে সাকিবের বোলিং বেশি কার্যকর। কারণ সাকিব এই মুহূর্তে তিন ফরম্যাটের ক্রিকেটেই বিশ্বসেরা অলরাউন্ডার।’