রাবাদার অসাধারণ অভিষেক
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত বছরের ১ ডিসেম্বর ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন তাইজুল ইসলাম। এই বাঁ-হাতি স্পিনারই ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার। এবার তাইজুলের পাশে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। শুক্রবার সেই মিরপুরেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি শুধু হ্যাটট্রিকই করেননি, একটা রেকর্ডও গড়েছেন।
মাত্র ১৬ রানে ছয় উইকেট নিয়েছেন রাবাদা। ওয়ানডে অভিষেকে এটাই সেরা বোলিং। আগের রেকর্ড ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসের। ২০০৩ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ২২ রানে ছয় উইকেট নিয়েছিলেন এই পেসার। প্রায় এক যুগ পর এডওয়ার্ডসের রেকর্ড ভেঙে দিলেন ২০ বছর বয়সী রাবাদা।
বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে তামিম ইকবালকে বোল্ড করে হ্যাটট্রিকের সূচনা করেন রাবাদা। পরের বলে ফারহান বেহারদিনকে ক্যাচ দেন লিটন দাস। এবং পরের বলেই মাহমুদউল্লাহর প্রত্যাবর্তনের আনন্দকে বিষাদে পরিণত করে, বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন রাবাদা। তাঁর পরের তিন ‘শিকার’ সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা ও জুবায়ের হোসেন।
ওয়ানডে ক্রিকেটে এটা ৩৯তম হ্যাটট্রিক হলেও দক্ষিণ আফ্রিকার পক্ষে তৃতীয়। এর আগে প্রোটিয়াদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন জেপি ডুমিনি ও চার্লস ল্যাঙ্গেভেল্ট। ডুমিনি এখনো দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেললেও ল্যাঙ্গেভেল্ট তাদের বোলিং কোচ।