প্রথম ওয়ানডেতে পরাস্ত বাংলাদেশ
দুই ম্যাচের টি-টোয়েন্টিতে তেমন সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেও মাশরাফির দল পরাস্ত। বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচ সহজেই আট উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে অতিথিরা তাই এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা প্রোটিয়াদের নিজের প্রথম ওভারেই ধাক্কা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের বলে শর্ট ফাইন লেগে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা (১৪)।
২২ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলেও দলকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি। ৩৫ রান করা ডি কককে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ৪৩ রানের জুটিটা ভেঙেছেন নাসির হোসেন।
৬৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছেন ডু প্লেসি ও রাইলি রুসো। দুজনের দৃঢ়তায় ৫৩ বল হাতে রেখে জয় পেতে সমস্যা হয়নি অতিথিদের। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি গড়েছেন ডু প্লেসি ও রুসো। ওয়ানডেতে ষোড়শ অর্ধশতক করে ৬৩ রানে অপরাজিত ছিলেন ডু প্লেসি। ৭৫ বলের ইনিংসটিতে ছিল সাতটি চার। রুসোর ৫৩ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস সাজানো পাঁচটি চার ও একটি ছক্কায়।
এর আগে অভিষিক্ত পেসার কাগিসো রাবাদার তোপে ৩৬.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। মাত্র ১৬ রানের বিনিময়ে হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়েছেন রাবাদা। ওয়ানডে অভিষেকে এটাই সেরা বোলিং।
বাংলাদেশের সর্বোচ্চ ৪৮ রান সাকিব আল হাসানের। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন নাসির। দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন আর দুজনই—ওপেনার সৌম্য সরকার (২৭) ও মুশফিকুর রহিম (২৪)।
রোববার দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুরে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে, আগামী বুধবার।