এ কেমন ক্যাচ মিস?
ক্রিকেট বিশ্বে দক্ষিণ আফ্রিকা বরাবরই ভালো ফিল্ডিংয়ের জন্য প্রশংসিত। জন্টি রোডস, হার্শেল গিবসদের ফিল্ডিংয়ের কিংবদন্তিই বলা যেতে পারে। কিন্তু রোববার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাঁদের উত্তরসূরীরা এমন এক ক্যাচ মিস করলেন, যা গলির ক্রিকেটেও দেখা যায় কি না সন্দেহ!
ঘটনাটা বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারের। ফারহান বেহারদিনের বল সুইপ করতে চেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু টাইমিং ঠিক হয়নি। ব্যাটের কানায় লেগে বল উঠে গিয়েছিল উইকেটের পেছনে। সহজ ক্যাচ তালুবন্দি করার জন্য দুই দিক থেকে ছুটে এসেছিলেন দুজন ফিল্ডার। শর্ট থার্ড ম্যান থেকে ফাফ ডু প্লেসি আর শর্ট ফাইন লেগ থেকে কাগিসো রাবাদা।
কয়েক হাত দূরে দাঁড়িয়ে ছিলেন উইকেটরক্ষক কুইন্টন ডি ককও। কিন্তু সবাইকে অবাক করে ক্যাচটা কেউই ধরলেন না। বল গিয়ে পড়ল ডু প্লেসি ও রাবাদার মাঝখানে। এমন জায়গায় যেখানে যে কেউ হাত বাড়ালেই বলটা তালুবন্দি করে ফেলতে পারতেন। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই যে ঘটনাটা ঘটেছে, তা বোঝাই যায়। কিন্তু ব্যাপারটা দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা ঘটালেন বলেই অবাক হতে হচ্ছে।
সৌম্যর এই ক্যাচ ধরলেও অবশ্য জয় আটকাতো না বাংলাদেশের। ২১তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৩ রান। তখন জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪০ রান। হাতে ছিল আট উইকেট। সৌম্য ব্যাট করছিলেন ৬১ রান নিয়ে। অদ্ভুতভাবে ‘জীবন’ পেয়ে ব্যক্তিগত সংগ্রহ ৮৮ রানে নিয়ে গেছেন বাংলাদেশের এ বাঁ-হাতি ওপেনার। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে।
প্রথম চার ওভারের মধ্যে মাত্র ২৪ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে সৌম্য ও মাহমুদউল্লাহর ১৩৫ রানের দারুণ জুটির সুবাদে বাংলাদেশ পেয়েছে সাত উইকেটের সহজ জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই এখন ১-১ সমতা।