ঈদের পর আরো চমক আছে : হ্যাপি
গতকাল ১৩ জুলাই সোমবার এফডিসির দুই নম্বর শুটিং ফ্লোরে আইটেম গানের শুটিয়ে অংশ নেন আলোচিত চিত্র নায়িকা নাজনিন আকতার হ্যাপি। এর আগে তিনি একটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করলেও এবারই প্রথম তিনি আইটেম গানে কাজ করছেন।
হ্যাপি এনটিভি অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই। আমার খুব ইচ্ছা ছিল একটি আইটেম গানের সঙ্গে কাজ করব। অনেক নামকরা নায়িকারা আইটেম গানের সঙ্গে কাজ করেছেন। আমাদের দেশে নায়িকারা আইটেম গানের সঙ্গে কাজ করতে চান না। শুধু নিজে নায়িকা থাকলেই সেই ছবির আইটেম গানের সঙ্গে কাজ করেন । এই ছবিতে শাকিব ভাইয়ের সাথে কাজ করছি- যে কারণে আরো ভালো লাগছে। তবে এইটা আমার প্রথম এবং শেষ আইটেম গান। এরপর আর কোনো আইটেম গানে কাজ করার ইচ্ছা নেই। তবে ঈদের পরে আরো চমক আছে, কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকটি কাজ আমি করব বলে ঠিক করেছি। ঈদের পরই আমি বলব কোন নতুন ছবিতে আমি কাজ করব।’
গতকাল শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবির একটি আইটেম গানে নেচেছেন হ্যাপি। এই গানের জন্য গত ১২-১৩ জুলাই, দুদিন শুটিং করেছেন হ্যাপি। আইটেম গানটিতে হ্যাপি ছাড়াও শাকিব খান, অমিত হাসান ও পরীমনিকে দেখা যাবে।
কোরিওগ্রাফার জাকির হোসেন বলেন, ‘নায়িকাদের রোমান্টিক গান আর আইটেম গান- এ দুটির মধ্যে অনেক পার্থক্য। নায়িকারা আইটেম গানে কাজ করলে কিছু ঝামেলা হয়। কারণ আইটেম গানে আলাদা কিছু ভঙ্গি লাগে যা নায়িকারা দিতে চাননা। তাবে হ্যাপি নতুন হিসেবে অনেক ভালো করেছেন। তাঁর মাঝে জড়তা কম, আশা করি পরে আরো ভালো করবেন। কারণ তাঁর কাজ করার আগ্রহ আছে।’