প্রথমবারের মতো আইটেমগার্ল হচ্ছেন হ্যাপি
নানা কারণেই মডেল ও নায়িকা হ্যাপি এখন আলোচিত চরিত্র। তো সেই আলোচনায় যোগ হলো নতুন পালক। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবির একটি আইটেম গানে নাচবেন হ্যাপি- এমনটাই জানালেন খোদ পরিচালক। এটাই হবে আইটেম গানে হ্যাপির প্রথম কাজ। আইটেম গানটিতে তাঁর পাশাপাশি শাকিব ও পরীমনিও পারফর্ম করবেন। গতকাল সন্ধ্যায় এফডিসিতে নায়িকা হ্যাপির সঙ্গে চুক্তি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শফিক হাসান।
‘ধূমকেতু’ ছবিতে কাহিনীর প্রয়োজনেই হ্যাপির আইটেম গান রাখা হয়েছে। পরিচালক শফিক ছবির গল্প সম্পর্কে বলেন, ‘ছবিতে শাকিব খান একজন ভালো চরিত্রের মানুষ। চলচ্চিত্রে পরীমনির বাবা শাকিবকে স্নেহ করে। বিষয়টি ভালো চোখে দেখে না অমিত হাসান। কারণ ছবিতে অমিত হাসান অভিনয় করে খলনায়কের চরিত্রে। অমিত একদিন ভুল বুঝিয়ে শাকিবকে নিয়ে যায় বারে। কিন্তু শাকিব তো মদ খায় না। অমিত হাসান সফট ড্রিংক বলে শাকিবকে মদ খাওয়ায়। নেশাগ্রস্ত শাকিবের চোখ তখন ঘোলা হয়ে যায়। নেশার চোখে সে দেখে বারে পরীমনি নাচ করছে। কিন্তু সেই মেয়েটি আসলে পরীমনি নয়, নাচছিল হ্যাপি।’
আজ শনিবার বিকেলে এই আইটেম গানে হ্যাপির শুটিং হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। পরিচালক জানিয়েছেন আজ বিকেলে এক ইফতার অনুষ্ঠান থাকায় এই শুটিং আপাতত স্থগিত করা হয়েছে।