রোদ-বৃষ্টির লুকোচুরি, ভুগতে পারে শেষ ওয়ানডে
বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ। এর আগের দুই ওয়ানডেতে দুই দলের মধ্যে ১-১ ব্যবধানে সমতা থাকায় আজকের ম্যাচটিই নির্ধারণ করবে—কে জিতছে এই সিরিজ। তাই দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ।
এর আগে ঢাকায় প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির বাগড়ায় কার্টেল ওভারে হয়েছিল। ফলে খেলাটি ৪০ ওভারে নেমে এসেছিল। সেদিন জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি অবশ্য ভালোয় ভালোয় হয়েছিল।
আজ বুধবার সকাল থেকেই রাজধানীতে নেমেছে মুষলধারে বৃষ্টি। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতেও বৃষ্টি প্রভাব ফেলবে কি না, তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে সবার ভেতরে। অবশ্য সকালে চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেও দুপুর ১টায় বন্দরনগরী ছিল বেশ রৌদ্রোজ্জ্বল। আবার দেড়টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকেল ৩টায় খেলা মাঠে গড়ানোর সময় নির্ধারিত রয়েছে।
তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সারা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর এই সম্ভাবনা কিছুটা কমলেও রাত ৯টার পর আবারো বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এনটিভিকে বলেন, ‘আজ চট্টগ্রামে সারা দিনে যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দুপুর ২টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আবার রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এ ছাড়া দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।’
তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরই মধ্যে দর্শক আসতে শুরু করেছে। এখনো অনেক দর্শক স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ।
আজকের ম্যাচের জন্যও কোনো রিজার্ভ ডে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদি শেষ পর্যন্ত বৃষ্টি এসে হানা দেয়, তাহলে কার্টেল ওভারে ম্যাচ আয়োজনের জন্য তাদের অপেক্ষা করতে হবে বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত। যেমনি করে ঢাকায় প্রথম ম্যাচ আয়োজন করা হয়েছিল।
তৃতীয় ওয়ানডের পর ২১ থেকে ২৫ জুলাই সিরিজের প্রথম টেস্টও হবে চট্টগ্রামে। এর পর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত।