রাজনীতিতে হানাহানি ভোলার আহ্বান খালেদা জিয়ার
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজনীতিতে বিভেদ, হানাহানি ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, ‘রাজনীতিতে দল থাকবে, কিন্তু তাই বলে যে সম্পর্ক থাকবে না, একজন আরেকজনের সঙ্গে কেউ কারো চেহারা দেখব না, এটাও রাজনীতির লক্ষ্য হতে পারে না। আমাদের সঙ্গে সামাজিক সম্পর্ক থাকবে, পারিবারিক সম্পর্ক থাকতে পারে, নানা সম্পর্ক থাকবে। কিন্তু রাজনীতিটা হবে ভিন্ন, যে যার মতো করবে। শান্তি, উন্নয়ন, গণতন্ত্র এগুলোই হলো বিএনপির আদর্শ ও লক্ষ্য।’
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকারের অনিয়ম, দুর্নীতি, দলীকরণের ফলে দেশের মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। দল পুনর্গঠন করে শিগগিরই তাঁর দল আন্দোলনে নামবে বলে জানান তিনি।
খালেদা জিয়া প্রথম পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করেন দলের নেতা-কর্মী, পেশাজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। এরপর তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্টের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। বিএনপি নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারাও।