বাংলাদেশ ৫ দক্ষিণ আফ্রিকা ২
সিরিজের চার ম্যাচ জিতে আগেই জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাকি ছিল আনুষ্ঠানিকতার খেলাটি। সিরিজের শেষ ম্যাচেও দাপট অক্ষুণ্ণ রেখে ৫-২-এ সিরিজ জিতে নিয়েছে টাইগার জুনিয়ররা।
আজ রোববার সিরিজের সপ্তম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। টস জিতে ম্যাচে আগে ব্যাট নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়রাজ শেখের ৯০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ।
জয়ের জন্য ২৬৭ রান তাড়া করতে নেমে ৪৯.২ ওভারে ২৪৪ রান তুলে অলআউট হয় স্বাগতিক প্রোটিয়ারা। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন ওপেনার লায়াম স্মিথ। বাংলাদেশ যুব দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক মিরাজ মাহমুদ।