হাসপাতাল ছেড়ে বাসায় পেলে
বেশ কিছু দিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না পেলের। কখনো কিডনি, কখনো বা প্রোস্টেট সমস্যায় হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছে ফুটবল-সম্রাটকে। গত সপ্তাহে মেরুদণ্ডের সমস্যায় আবারও ভর্তি হয়েছিলেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে এবং অস্ত্রোপচার করেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ব্রাজিলের এই কিংবদন্তি।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আজ (সোমবার) পেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান।’
অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ইদানীং বেশ ঘনঘন যেতে হচ্ছে পেলেকে। দুই মাস আগে প্রোস্টেটে অস্ত্রোপচারের জন্য চার দিন এই হাসপাতালে ছিলেন তিনি।
তার আগে গত নভেম্বরে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালেই অস্ত্রোপচার করে পেলের কিডনি থেকে পাথর অপসারণ করা হয়েছিল। এর কিছুদিন পর সংক্রমণের জন্য কয়েক দিন থাকতে হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
২০১২ সালের নভেম্বরে উরুর হাড়েও অস্ত্রোপচার করাতে হয়েছিল একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে।