জাবির দুর্নীতির তদন্ত করতে দুদককে টিআইবির আহ্বান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত করতে দুদককে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ রোববার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদককে তদন্ত এবং একইসঙ্গে সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে অবৈধ লেনদেনের দায়ে অভিযুক্ত উপাচার্যকে স্বপ্রণোদিত হয়ে সাময়িক পদত্যাগের আহ্বান জানানো হয়।
সংবাদ বিবৃতিতে সংস্থাটির পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রমে সরাসরি অবৈধ আর্থিক লেনদেনসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দুই শীর্ষ নেতাকে অপসারণ একটি ইতিবাচক পদক্ষেপ ছিল। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ উদ্যোগ যথেষ্ট নয়। কারণ অপসারিত নেতাদের প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আনা হয়নি। উপাচার্য ও তার পরিবারের সদস্যদের অবৈধ লেনদেনে জড়িত থাকার যে অভিযোগ উত্থাপিত হয়েছে এখনো তার কোনো তদন্ত হয়নি। দুদকও এই অভিযোগ তদন্তে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা অবিলম্বে দুদককে তার আইনগত অবস্থান থেকে দুর্নীতির এই অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই। সেইসঙ্গে তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাই। এ সময় তিনি নিরপেক্ষ তদন্তের স্বার্থে উপাচার্যকে স্বপ্রণোদিত হয়ে সাময়িক পদত্যাগের আহ্বান জানান। এ ছাড়া উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনকারীদের বিভিন্নভাবে হয়রানি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।