দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের বেশির ভাগই ধুয়ে গেছে বৃষ্টিতে। শেষ দুদিন তো একটি বলও মাঠে গড়াতে পারেনি। তবে যতক্ষণ খেলা হয়েছে, তাতে বাংলাদেশের আধিপত্য ছিল পরিষ্কার। সাকিব-মুশফিকদের পারফরম্যান্সে যে নির্বাচকরা সন্তুষ্ট, দ্বিতীয় টেস্টের দলেই তা সুস্পষ্ট। ৩০ জুলাই থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরপুর টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।
মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেনের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে দেওয়া, তারপর মাহমুদউল্লাহ-তামিম-লিটনের অর্ধশতকে লিড নেওয়া বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট ভালোই কেটেছে। তাই অনুমিতভাবেই দলে কোনো পরিবর্তন আসেনি।
বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ দল ভালো খেলেছে। সে জন্য দলে কোনো পরিবর্তন আনার কথা চিন্তা করিনি আমরা। আশা করি ঢাকাতেও ভালো খেলার ধারাবাহিকতা বজায় থাকবে।’
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।