জাবিতে আন্দোলনকারীদের নতুন আলটিমেটাম, হল খোলার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দ্রুত হামলার বিচার ও আগামী ২১ নভেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম জানিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। আলটিমেটাম চলার সময়ে আন্দোলনের সব ধরনের কর্মসূচি স্থগিত থাকবে। তবে আলটিমেটাম না মানলে আগামী ২২ নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় তারা।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদয়ালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনের সংগঠক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘হামলায় প্রত্যক্ষ মদদ দেওয়ার অপরাধে উপাচার্যের উপাচার্য পদে আসীন থাকার অধিকার নেই। তিনি শুধু হামলার নির্দেশ দিয়ে হাজারো শিক্ষার্থীর দুর্ভোগ উপেক্ষা করে শুধু নিজের গদিকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দিয়েছেন।'
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, রাষ্ট্র এবং প্রশাসনের কাছে উপাচার্যের দুর্নীতি সংশ্লিষ্টতার পর্যাপ্ত তথ্য উপাত্ত এরই মধ্যে জমা দেওয়া হয়েছে। এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে তদন্তের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। শুধু আর্থিক কেলেংকারি নয়, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়া, অদক্ষ-অযোগ্য ভারপ্রাপ্ত প্রশাসন দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ বাধাগ্রস্ত করা, সিনেট পূর্ণাঙ্গ না করাসহ বিভিন্ন কারণে এই মুহূর্তে উপাচার্যের অপসারণ জরুরি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সবার একান্ত দাবি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আন্দোলনের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক খবির উদ্দীন, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা ও অধ্যাপক শামীমা সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সহসভাপতি অলিউর রহমান সান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম প্রমুখ।
এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বুধবার দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিল করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। গত ৫ নভেম্বর উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করায় জাবি শাখা ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা করে। এ হামলায় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ ৩৫ জন আহত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।