'সাকার পরিবারের কেউ দেখা করেননি'
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো সদস্য প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, এসব অভিযোগ এনে বিচারকদের প্রশ্নবিদ্ধ করতে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, 'একটি জাতীয় দৈনিক গত ১৬ জুলাই সংবাদ প্রকাশ করেছে যে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আমি মনে করি। অতি উৎসাহী কিছু লোকজন সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।' তিনি বলেন, '৩০ বছর ধরে আমি এই বিচারকদের জানি। তাঁদের সততা ও নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন নেই। এইবিচারকদের প্রশ্নবিদ্ধ করতে এসব ছড়ানো হচ্ছে বলে আমি মনে করি।'
ওই জাতীয় দৈনিকটির বিরুদ্ধে আদালত অবমাননার কোনো ব্যবস্থা নেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, 'আইন অনুযায়ী এখন ব্যবস্থা নিতে গেলে আসামিপক্ষ সুযোগ পেয়ে যাবে। তাই আপাতত ব্যবস্থা নেওয়া হবে না। তবে আমি মনে করি, সালাউদ্দিন কাদের চৌধুরীর অপরাধের যে মাত্রা তা উচ্চ আদালতেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি, আপিল বিভাগেও তার দণ্ড বহাল থাকবে।'
গত ১৬ জুলাই দৈনিকটিতে প্রকাশিত একটি সংবাদে বলা হয়, 'প্রধান বিচারপতির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা দেখা করেছেন।' এ বিষয়টি নিয়ে গতকাল শনিবার গণজাগরণ মঞ্চ থেকেও অভিযোগ করা হয়।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ৭ জুলাই আপিলের শুনানি শেষে ২৯ জুলাই রায়ের দিন নির্ধারণ করা হয়।