‘পঞ্চদশ সংশোধনী মেনেছেন কি না স্পষ্ট করুন’
তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নেওয়ার বিষয়টি পরিষ্কার করার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে এক আলোচনা সভায় এ আহ্বান জানান বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।
সম্প্রতি খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে সাক্ষাৎকালে নাম যাই হোক- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। আলোচনা সভায় সেই প্রসঙ্গটি তুলে ধরেই সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট নয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নিয়েছেন কি না তা স্পষ্ট করতে হবে।’
আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার সাথে সাথে বিশ্বের বিভিন্ন সংসদীয় পদ্ধতির দেশে যেভাবে নির্বাচন হয়, এ দেশেও তা অনুষ্ঠানের বিষয়টি মেনে নিয়েছেন কি না -তাও দেশবাসীকে জানাতে হবে।
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম এমপি, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস ও বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি।