রাজন হত্যাকারীদের বিচার দাবিতে জাবিতে মানববন্ধন
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকারীদের বিচার করে আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বেসরকারি সংস্থা দীক্ষার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দীক্ষার কর্মী আসিফ, উজ্জ্বল, সাইফুল, হিমেল প্রমুখ। বক্তারা অবিলম্বে শিশু রাজন হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। তাঁরা রাজনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।