চুয়েটে ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.cuet.ac.bd-এ পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।