হ্যাপি বাদ, ‘শূন্য’ করছেন তন্ময়
‘শূন্য’ ছবিতে আর অভিনয় করছেন না আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। পরিচালক বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবিতে এর আগে কাজ করার কথা থাকলেও গতকাল এই চরিত্রের জন্য অভিনেত্রী সানজিদা তন্ময়কে নির্বাচিত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এদিকে, হ্যাপির পরিবর্তে নিজের স্থান পাওয়া নিয়ে সানজিদা তন্ময় এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ছবিতে নায়িকা হ্যাপির অভিনয় করার কথ ছিল, এটা আমি আগে জানতাম না। গতকাল ছবিতে চুক্তি করার সময় বিষয়টি জানতে পারি। এটা আসলে পরিচালকের বিষয়, কেন তাঁকে বাদ দিয়ে আমাকে নেওয়া হয়েছে। বিষয়টি পরিচালকই ভালো বলতে পারবেন। এই ছবিতে আমাকে একজন গ্রামীণ মেয়ের চরিত্রে দেখা যাবে। যার সৌন্দর্যে সবাই প্রেমে পড়ে।
এলাকার ক্ষমতাধর এক লোক আমাকে ভালোবাসে। মূল সমস্যা হচ্ছে সে আমাকে ভালোবাসে এবং অন্য কাউকে আমার সাথে কথা বলতেও দেয় না। এক ধরনের নিয়ন্ত্রণ করতে চায় আমাকে। এমন পরিবেশের মধ্যেও একটি ছেলের সাথে আমার প্রেম হয়ে যায়। এ ধরনের একটা গল্প নিয়ে তৈরি হবে এই ছবিটি। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে কাজটি করতে।’
কেন হ্যাপিকে বাদ দেওয়া হলো? এ বিষয়ে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘আসলে হ্যাপির সাথে কিছু ব্যাপারে মতের মিল হচ্ছিল না। আমরা ঝামেলামুক্তভাবে কাজটা করতে চেয়েছি। তাই তাকে বাদ দিতে বাধ্য হয়েছি। আমার মনে হয় তন্ময় ভালো করবে। আগামী মাসের ২০ তারিখ শুটিং করতে চাই। আপনারা দোয়া করবেন।’
সানজিদা তন্ময় ছাড়াও এ ছবিতে আরো থাকবেন শিমুল খান ও ওমর সানি। এ ছাড়া একজন নবাগতকে দেখা যাবে সানজিদার প্রেমিক চরিত্রে।