সরকার পুলিশ দিয়ে টিকে আছে : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ এখন গণতন্ত্রহীন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন দেশে আইনের শাসন নেই, মৌলিক ও মানবাধিকার নেই। ক্ষমতাসীনরা সব ক্ষেত্রে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।urgentPhoto
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় খালেদা জিয়া এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তাঁরা (সরকার) পুলিশ দিয়ে টিকে আছে। পুলিশ নিজেরাও সেটা বলে। আজ আমরাই তো এ সরকারকে টিকিয়ে রেখেছি। আজ গণতন্ত্রহীন এবং পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। আজকে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কেন সেই অবস্থা? এ অবস্থার অবসান চাই আমরা। আর এ জন্য প্রয়োজন বেশি করে গণতন্ত্র। একদলীয় শাসন হলে, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা না থাকলে কিন্তু কখনোই এ জিনিসগুলো আনা সম্ভব হবে না।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনারা যদি পত্রিকা খুলেন, প্রত্যেকদিন আপনারা দেখতে পাবেন, আওয়ামী লীগের সোনার ছেলেরা-ছাত্রলীগ, যুবলীগ আজকে শিক্ষককে পেটাচ্ছে, কালকে মহিলাকে পেটাচ্ছে, পরশুদিন ডাক্তারকে পেটাচ্ছে, আরেকদিন ইঞ্জিনিয়ারকে পেটাচ্ছে, একদিন পুলিশকে পেটায়, অফিসারদের পেটাচ্ছে, আজকে তারা সবাইকে মারছে। এখন পর্যন্ত তাদের ধরা হয়েছে? তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে? কিচ্ছু করা হয়নি।’