জঙ্গিবাদ দমনের ‘ওষুধ’ দিলেন মওদুদ
দেশে একদলীয় শাসন চলতে থাকলে জঙ্গিবাদের উত্থান অবধারিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ জন্য তিনি দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনায় সাবেক আইনমন্ত্রী এ আহ্বান জানান।
মওদুদ আহমদ বলেন, ‘একক রাজনীতি, একদলীয় রাজনীতি যদি চলে তাহলে দেশে জঙ্গিবাদের উত্থান অবধারিত। জঙ্গিবাদ দমনের একমাত্র ওষুধ হলো, গণতান্ত্রিক শক্তিগুলোকে শক্তি অর্জন করতে হবে। তাই আজকে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির পক্ষে একা আন্দোলন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা কঠিন হবে।’
আলোচনায় সভায় সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল- এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে এখনো ষড়যন্ত্র চলছে। বিএনপিকে ভেঙে সরকার মধ্যবর্তী নির্বাচন দেওয়ার পাঁয়তারা করছে।
বিএনপি নেতারা আরো বলেন, জনগণের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যে, ক্ষমতার জন্য নয়- সুশাসন ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতির বদলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চালু করবে বলেও প্রতিশ্রুতি দেন তাঁরা।