টুইটারে টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি
ইতিহাসের সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেস্ট-ওয়ানডে দুটোরই রান-সেঞ্চুরিতে সবাইকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় ভারতের এই ব্যাটিং-কিংবদন্তি। টেন্ডুলকারের তুলনায় বিরাট কোহলি কিছুই নয়। তবে একটা দিক দিয়ে ‘লিটল জিনিয়াস’কে পেছনে ফেলে দিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। টুইটারে অনুসারীর হিসাবে এখন টেন্ডুলকারের চেয়ে এগিয়ে কোহলি।
টুইটারে টেন্ডুলকারের অনুসারীর সংখ্যা এখন ৭৭ লাখ ৩০ হাজার। আর এই সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির অনুসারীর সংখ্যা পৌঁছেছে ৮০ লাখে। এমন দারুণ ‘কীর্তি’ উদযাপন করতেও ভুল হয়নি কোহলির। একটা সেলফি তুলে ছবিটি টুইটারে পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘৮০ লাখ অনুসারী! আমি উচ্ছ্বসিত। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ।’
ভারতের ক্রীড়াতারকাদের মধ্যে কোহলিরই এখন সবচেয়ে বেশি টুইটার অনুসারী। এ বছরের শুরুতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা কমেনি। টুইটারে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের অনুসারী ৪৫ লাখ ২০ হাজার।
টুইটারে এগিয়ে থাকলেও রান-সেঞ্চুরিতে টেন্ডুলকারের চেয়ে অনেক পিছিয়ে কোহলি।
২৪ বছরের বর্ণাঢ্য ক্রিকেট-জীবন কাটিয়ে প্রায় দুই বছর আগে অবসর নেওয়া টেন্ডুলকার ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান। অন্যদিকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে কোহলির রান ৬৫৮৬। টেস্টে টেন্ডুলকারের সংগ্রহ ১৫৯২১ রান, আর কোহলির ২৭৯৪। টেন্ডুলকারের ১০০টি আন্তর্জাতিক শতকের বিপরীতে কোহলি এখন পর্যন্ত করতে পেরেছেন ৩৩টি শতক।
তবে অধিনায়ক হিসেবে এরই মধ্যে দারুণ এক সাফল্য পেয়েছেন কোহলি। সম্প্রতি তাঁর নেতৃত্বে দীর্ঘ ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত।