ভ্যাট প্রত্যাহারের দাবিতে ফের অবরোধ
টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আবারো রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর ধানমণ্ডি ২৭, রামপুরা-মৌচাক, বনানী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা হাউস বিল্ডিং সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে সড়কগুলোর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আগে থেকেই সড়কে গাড়ি আটকে দেওয়ায় এসব রুটে কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না। তবে রিকশা চলাচল করছে। এ ছাড়া অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স ও যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন না। বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে মহাসড়কগুলোতে অবস্থান করছেন তাঁরা।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর কোনো ভ্যাট আরোপ করা হবে না, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মালিকদের এ ভ্যাট দিতে হবে।
এদিকে, টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে ছাত্রলীগ।
গত ৯ সেপ্টেম্বর থেকে রাজধানী বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ভ্যাটবিরোধী আন্দোলন করছেন বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।