বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন জাবি অধ্যাপক
‘মানবীয় মানুষ’ নামের একটি উদ্যোগ হাতে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। এ উদ্যোগের মাধ্যমে করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন তিনি।
কবিরুল বাশার এনটিভি অনলাইনকে এ উদ্যোগ সম্পর্কে বলেন, “করোনা সংকটে মানুষ যখন বিপদগ্রস্ত, ঠিক সে সময়ও কিছু কিছু অসাধু মানুষ নানা ধরনের মানহীন ও নকল পণ্য বিক্রি করে ব্যবসা করছে। বাজারে নকল ও মানহীন মাস্কের ভিড়ে মানসম্মত ও কার্যকরী মাস্ক পাওয়া দুষ্কর। আমরা প্রত্যেক মানুষের মুখে ‘মানবীয় মানুষ’ উদ্যোগের মাস্ক পৌঁছে দিতে চাই। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক—সরকারের এমন নির্দেশনা বাস্তবায়নে আমরা সহযোগিতা করে যাব।”
‘মানবীয় মানুষ’ উদ্যোগটির কার্যক্রম সম্পর্কে জাবি অধ্যাপক বলেন, “মাস্ক বিতরণ কার্যক্রমের মাধ্যমে ‘মানবীয় মানুষ’ যাত্রা শুরু করেছে। সামনের যেকোনো মানবিক সহযোগিতায় মানবীয় মানুষদের সঙ্গে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াব। আপনিও যুক্ত হন ‘মানবীয় মানুষ’ উদ্যোগের সঙ্গে, মাস্ক পৌঁছে দিন আপনার এলাকার মানুষের মাঝে।”
জাবির এ অধ্যাপক আরো বলেন, “মাস্কগুলো ‘মানবীয় মানুষ’ লোগো সংবলিত। সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষ মানুষের বিপদে-কষ্টে তার সাধ্যমতো হাত বাড়িয়ে দিক, এটাই আমাদের লক্ষ্য। মানুষ হয়ে উঠুক মানবিক। প্রতিটি মানুষের মুখে যখন ‘মানবীয় মানুষ’-এর মাস্ক থাকবে, তখন মানবীয় মানুষ হয়ে উঠতে উদ্বুদ্ধ হবেন বলে আমি মনে করি। ‘মানবীয় মানুষ’-এর এই মাস্ক আমি সারা বাংলাদেশের সব মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। প্রাথমিক পর্যায়ে নিজের অর্থায়নে এই কাজ শুরু করেছি। সমাজে যারা বিত্তবান আছেন, এবং অন্যরা কেউ চাইলে এই ‘মানবীয় মানুষ’ উদ্যোগে যুক্ত হতে পারেন।”
অনলাইনে ‘মানবীয় মানুষ’ পেইজের মাধ্যমে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। এ ছাড়া বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানেও এ মাস্ক বিরতণ করা হয়েছে। এ পর্যন্ত পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানান কবিরুল বাশার।