‘যক্ষ্মা’য় জাবি শিক্ষার্থীর মৃত্যু
যক্ষ্মায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল কানন বৃষ্টির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন শিক্ষার্থীর ভাই মারুফ সিদ্দিকী।
মারুফ সিদ্দিকী বলেন, ‘বৃষ্টি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিল। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের কথা বলেন। এ কারণে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারিনি। কদিন আগে জানতে পারি তার যক্ষ্মা হয়েছে। আজ সকালে বৃষ্টি বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এরপর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে বৃষ্টির মৃত্যু হয়।’
জান্নাতুল কানন বৃষ্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী ছিলেন।