করোনা উপসর্গে জাবি অধ্যাপকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল করিম (৬২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে সাভারে একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, তিন-চার দিন ধরে অধ্যাপক ড. মো. মনজুরুল করিম অসুস্থবোধ করছিলেন। এ সময় তাঁর হালকা জ্বর এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আজ সকাল ৮টার দিকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত সাভারের একটি হাসপাতালে পাঠালে সেখানে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীদের মধ্যে অনেকেই তাঁর বাসায় ছুটে যান।
অধ্যাপক ড. মো. মনজুরুল করিমের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অধ্যাপক মনজুরুল করিম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন সভাপতি ছিলেন। বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক নরুল আবসার জানান, ‘অধ্যাপক ড. মো. মনজুরুল করিম গতকাল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।’