এখনো বিয়েকে 'না' সালমানের
আজকালের প্রজন্মের কাছে বিয়ে সারাজীবনের বন্ধন নয়। অন্তত এমনটাই বিশ্বাস করেন বলিউড অভিনেতা সালমান খান। তাঁর মতে, বর্তমান প্রজন্মকে সারা জীবনের নিরাপত্তা দিতে পারে না বিবাহবন্ধন। বিয়ে নিয়ে সেই আদি আমলের ধ্যান ধারণা নাকি এখন অনেকটাই পালটে গেছে। সালমানের মতে, এখন বিয়ে হয় নাকি সাময়িক সময়ের জন্য। তারপর একজন আর একজনের সঙ্গে বনিবনা করে থাকতে না পারলে দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ফের নতুনভাবে এগিয়ে যায় তাদের জীবন। তাই বিয়ের বন্ধনের সেই গুরুত্বও এখন অনেকটা ম্লান হয়ে গেছে।
বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সলমান খানের কাছে এখন বিবাহ বন্ধন মানেই জন্ম জন্মান্তরের সম্পর্ক বলে যে বদ্ধমূল ধারণা তা অনেকটাই নড়বড়ে। একটা সময় ছিল দুটো জীবনের একসঙ্গে পথ চলার অঙ্গীকার করা হতো বিবাহবন্ধনের মাধ্যমে। বিয়ের মাধ্যমেই সারা জীবন একসঙ্গে থাকার শপথ নেওয়া হতো আগে। কিন্ত কালের নিয়মে পুরনো সেই ধ্যান-ধারণা আজ বদলে গেছে বলেই মনে করেন সালমান। সময়ের নিয়মে পরিবর্তনশীল সমাজের পরিবর্তনশীল চিন্তাভাবনা বিয়ের সেই প্রাচীন ভাবনাকেও আজ বদলে দিয়েছে বলে মনে করেন সালমান। তিনি জানালেন, বর্তমান পরিস্থিতিতে নতুন প্রজন্মের কাছে বিয়ে সারা জীবনের জন্য নয়।
বুধবার মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে অবশ্য বিয়ে নিয়ে সালমানের এই আলট্রা মডার্ন যুক্তিকে স্থায়িত্ব দিতে পালটা সাংবাদিকদের কাছে সালমান প্রশ্ন করেন, আচ্ছা আপনারা কি চান? আমি সারা জীবনের জন্য বিয়ে করে আটকে যাই, নাকি সাময়িক সুখের জন্য বিয়ে করি? কি চান? যদিও সলমানের এই পালটা বাউন্সারে দুই ধরনের উত্তর আসে। কেউ বলেন, সারা জীবনের জন্য বিয়ে করুন। আবার কেউ বলে সাময়িক সুখটাই তো জীবনের আসল মজা। তবে বিতর্কে না গিয়ে বিষয়টি নিয়ে আর বেশি দূর না এগিয়ে হাসতে হাসতে সালমান কিন্ত বেশ বুদ্ধি করে বুঝিয়ে দিয়েছেন, তিনি অন্তত বাঁধা পড়তে এখনই রাজি নন। সালমান বলেন, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি থেকেই তো আমি ডাবল। এবারে ‘সুলতান’ ছবি থেকে আমি ট্রিপিল হতে যাচ্ছি। এর বেশি আর মন্তব্য করতে চাননি সলমান। তবে আপাতত বিয়ে-টিয়ে নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন সলমান। নিজের কেরিয়ার আর ফিল্ম ইন্ড্রাস্ট্রির দিকেই সব থেকে বেশি ধ্যান দিতে চান তিনি।