‘রান আউট’ নিয়ে আসছেন সজল
আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবিটি। আর মাত্র ৭ দিন দিন বাকি। আর তাই অনলাইনে, ইউটিউবে ছবির প্রচার শুরু করে দিয়েছেন পরিচালক তন্ময় তানসেন।
এরই মধ্যে ছবির একটি গান ‘জানালা খুলে দাও’ ইউটিউবে ছাড়ার পর বেশ জনপ্রিয়তা পেয়েছে। ‘জানালা খুলে দাও’ শিরোনামে গানটি রোমান্টিক হলেও, ছবির ট্রেলারে সজলকে অ্যাকশন দৃশ্যে দেখা যাচ্ছে। ট্রেলারের চিত্রটা এরকম রক্তাক্ত সজলকে চারপাশ থেকে ঘিরে রাখে আগুন। হঠাৎ হাতে অস্ত্র তুলে নেন সজল। পাশে দাঁড়িয়ে থাকেন তাঁর নায়িকা মৌসুমি নাগ। এমন সময় সজল বলেন, ‘এক ভুল বারবার করতে হয় না’।
রোমান্টিক বয় খ্যাত সজলকে ছোটপর্দায় দর্শক অ্যাকশন দৃশ্যে দেখলেও এবারেই প্রথম বড় পর্দায় সজলকে ভিন্ন ভাবে দেখতে পাবেন দর্শক। ছবিটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা মৌসুমী নাগ, স্বর্ণা ও নায়লা নাঈম।
এদিকে ২০১৩ সালে নভেম্বরে শীতের সময় ‘রান আউট’ছবির শুটিং শুরু হয়। এত দেরিতে ছবি মুক্তি দেয়ার প্রধান কারণ কি জানতে চাইলে পরিচালক তন্ময় তানসেন বলেন, ‘টানা চলচ্চিত্রে কাজ করার অভ্যাস আমার নেই। হয়ত এটা আমার সীমাবদ্ধতা। ছবির কাজটি আমি ধীরে ধীরে করেছি। আশা করছি অ্যাকশন ধাঁচের ছবিটি দর্শকদের ভালো লাগবে’।
Finally 16 October is the Day when the One is Coming.Hail ya i'm Talking About My Beloved Brother & My Mentor "SHAJAL" The Phenom..i know EveryOne is the Best One On their Own Position's But Now this is All About My Big Brother."SHAJAL" The Living Legend OF Bangladeshi Tv industry.IF SomeOne wants 2 write A History OF BD Tv industry Then without The Name OF"SHAJAL" Thats Not Possible bkz OFF HisPhenomenal Legendary Legacy who Had noScandal with A long Prestigious Career & HisExcellency OF Acting skill is Absolutely inncomparable.Personally He is The most Affable n Gentle n Big Heart Person that Actually inexplicable.First Time On Showbiz History The mostCompassionate Romantic Hero is coming withAction in His Next most Awaited Debut Film"RANOUT" which Directed By The Viking king"TONMOY-TANSEN" 2 Dominate BD Film industry.After Accomplished His Historical Decade inBangladeshi Tv industry - Now He is Coming 2Create A New ERA in Bangladesh Film industrywith His Most Awaited Action Film "RUNOUT" SOjust Hold yOur Breath bkz this Time Make Sure that "SHAJAL" is Gonna Grab the Heart Oscillate & i Assure you All that "RUNOUT" will Stop The Flocks OF Phoenix
Posted by Samir Khan on Saturday, September 26, 2015