চাচিকে মুখ বেঁধে ধর্ষণ, ভাসুরের ছেলের বিরুদ্ধে মামলা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশী চাচিকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক।
আজ রোববার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত যুবকের নাম সফিকুল ইসলাম (৩৭)। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।
মামলার উদ্ধৃতি দিয়ে ওসি এ কে এম মিজানুল হক জানান, ওই গৃহবধূর (৫২) স্বামী গত শুক্রবার রাতে ঘরে ফিরতে দেরি হওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে সফিকুল ঘরের দরজার কড়া নাড়েন। স্বামী এসেছে ভেবে ওই নারী দরজা খুলে দিলে সফিকুল ঘরে ঢুকে চাচির মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে মুখের বাঁধন খুলে গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় গতকাল শনিবার রাতে সফিকুলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।