সাভারে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, দুজন গ্রেপ্তার
ঢাকার সাভার উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হোসেন আলী (২৬) ও মুন্না মিয়া (২৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে আজ সোমবার সকালে তাঁদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, গত বছর ২৩ সেপ্টেম্বর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় একটি বাড়িতে স্বামীর হাত পা বেঁধে আটকে রেখে তাঁর সামনেই ওই গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করেন হোসেন আলী ও মুন্না। পরে ওই গৃহবধূ সাভার মডেল থানায় হোসেন আলী ও মুন্নাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ গতকাল গাজীপুরের চন্দ্রা থেকে দুজনকে আটক করে।
আসামিদের ধরতে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাঁদের ধরতে বেগ পেতে হয় বলে জানিয়েছে পুলিশ।