ম্যারাডোনার মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সবাইকে কাঁদিয়ে গতকাল বুধবার না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। রাতে এক শোকবার্তায় ম্যারাডোনার আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। তিনি তাঁর ফুটবল জাদুতে বিশ্বের কোটি কোটি দর্শককে মন্ত্রমুগ্ধের ন্যায় মোহিত করে রাখতেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ম্যারোডোনার কোটি ভক্ত সমর্থক রয়েছে। বিশ্ব ফুটবলের বরপুত্র খ্যাত এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ডিয়েগো ম্যারাডোনা শুধু একজন বিশ্বের সেরা ফুটবলারই ছিলেন না, একজন সফল ক্রীড়া সংগঠক ও বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রতি নিবেদিত একজন মহান মানবিক ব্যাক্তিত্ব ছিলেন। তাঁর কর্মময় জীবন বিশ্বের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
কদিন আগেই মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এর পর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। সেখানেই মারা যান তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন ম্যারাডোনা। এরপর আর বেঁচে ফিরতে পারেননি তিনি।