ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি
গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইমরান এ কথা জানিয়েছেন।
স্ট্যাটাসে ইমরান লিখেছেন, “বিদেশিদের মতো করে হত্যা করা হবে - উগ্র ধর্মান্ধের হত্যার হুমকির বিষয়টি আপনারা ইতোমধ্যে জেনেছেন। এই কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়তো এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেন না এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।”
‘আমি ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবগত করেছি। তাঁরা একটি সাধারণ ডায়েরির পরামর্শ দিয়েছেন এবং হুমকিদাতাকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে আমি আজ বিকেল ৪টায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষকেও এই দেশবিরোধী উগ্র সন্ত্রাসীদের মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকল বিভেদ ভুলে আমাদের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে’, যোগ করেন ইমরান।
এ বিষয়ে জানতে চাইলে ইমরান এইচ সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘ফ্রিকোয়েন্টলি (ঘন ঘন) এ ধরনের থ্রেট (হুমকি) আসছে। অলরেডি (ইতিমধ্যে) পুলিশের সাথে কথা হয়েছে। একটু পরই সাধারণ ডায়েরি করতে যাচ্ছি।’
এ ধরনের হুমিক কোনো পরিকল্পনার অংশ কি না জানতে চাইলে ইমরান বলেন, ‘এর আগে চারজন ব্লগারকে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই এটা পরিকল্পনার অংশ। বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ষড়যন্ত্রেরই অংশ। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করার কারণে আমাদের ওপর হুমকি আসছে। এটা খতিয়ে দেখা দরকার।’