ম্যারাডোনার নামে নাপোলির স্টেডিয়াম
নাপোলির সঙ্গে অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে কিংবদন্তি ফুটবলার দিয়েগোর ম্যারাডোনার। আর্জেন্টাইন তারকার হাত ধরেই দুইবার সিরি ‘এ’ জিতেছিল নাপোলি। ইতালির ক্লাবটিকে আরো অনেক ভালো স্মৃতি উপহার দিয়েছে আর্জেন্টাইন তারকা।
তাইতো এই ফুটবল কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে নিজেদের স্টেডিয়ামের নাম পাল্টে দিল নাপোলি। সান পাউলো স্টেডিয়ামের নাম বদলে ‘স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা’ রেখেছে ইতালির ক্লাবটি। এখন থেকে ম্যারাডোনার নামেই পরিচিত হবে সান পাউলো স্টেডিয়াম।
ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সান পাউলোর স্টেডিয়ামের নাম পাল্টানোর আনুষ্ঠানিক ঘোষণা আসে।
গত ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। আর্জেন্টাইন তারকার মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর সম্মানে সেদিন পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। এ সময় শোকাহত ম্যারাডোনার ভক্তরা সমবেত হয় স্টেডিয়ামের বাইরে।
কারণ ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেই সুবাদে অখ্যাত শহর নেপলস বেশ পরিচিতি পায়। ম্যারাডোনার মৃত্যুর খবর শোনার পর রাস্তায় নেমে পড়ে শহরটির শোকার্ত ভক্তরা।
ম্যারাডোনার মৃত্যুর পর এক টুইট বার্তায় শহরটির মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস বলেন, ‘দিয়েগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রষ্টা। তিনি তাঁর প্রতিভা দিয়ে আমাদের শহরটিকে আলোকিত করেছিলেন, আমাদের সুখী করেছিলেন। সবাই তাঁকে ভালোবাসে।’
নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রেডিওকে বলেছিলেন, ‘স্টেডিয়ামের নাম হতে পারে সান পাওলো-ম্যারাডোনা।’
এবার সত্যি সত্যিই দিয়েগো ম্যারাডোনার নামে নিজেদের স্টেডিয়ামের নাম রাখল আর্জেন্টাইন কিংবদন্তির প্রিয় ক্লাব নাপোলি।