ক্যাম্পাসে সপ্তাহে দুই দিন মোবাইল কোর্ট : জাবি প্রশাসন
মাস্ক পরিধান নিশ্চিত করতে ক্যাম্পাসে সপ্তাহে দুদিন মোবাইল কোর্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। গত ১৮ নভেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে (অনলাইনে) অনুষ্ঠিত সিন্ডিকেটের ওই সভায় বহিরাগত অতিথি আগমন ও জমায়েত আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ধারণা আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলের সময় মাস্ক পরিধান নিশ্চিত করতে ক্যাম্পাসে সপ্তাহে দুই দিন মোবাইল কোর্ট বসানো হবে।
সিন্ডিকেটের অপর এক সিদ্ধান্তে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে অতিথি পাখি দর্শনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথি আগমন আপাতত নিষিদ্ধ করা হয়েছে।
সিন্ডিকেট সভায় আরো বলা হয়েছে যে, আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বিধায় শীত মৌসুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নির্বাচন আয়োজন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে সব ধরনের জমায়েত আপাতত নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এনটিভি অনলাইনকে জানান, রাষ্ট্রীয় বিধি অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। মাস্ক পরিধান ছাড়া যেকোনো ব্যক্তি ভেতরে চলাচল করলে এর আওতায় পড়বেন। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেন তিনি।