রাজন হত্যা মামলা : ফের ১১ জনের সাক্ষ্যগ্রহণ
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ১১ জনের ফের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার প্রধান আসামি কামরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সাক্ষ্য নেওয়া হয়।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে গ্রেপ্তার সব আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টার দিকে।
রাজনের বাবার নিযুক্ত আইনজীবী শওকত হোসেন জানান, আজ আদালতে পুনরায় সাক্ষ্য দিয়েছেন মহানগর হাকিম সাহেদুল করীম ও আনোয়ারুল হক, জালালাবাদ থানার বরখাস্তকৃত পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, রাজনের বাবা শেখ আজিজুল আলম, মা লুবনা বেগম ও চাচা আলামীন হোসেন, স্থানীয় বাসিন্দা ইশতিয়াক আহমদ, বেলাল আহমদ, কুরবান আলী ও আফতাব মিয়া।
২৫ অক্টোবর চাঞ্চল্যকর এই মামলার আসামিদের মতামত ও যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ নির্ধারিত রয়েছে।
রাজন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন কামরুল ইসলাম, তাঁর ভাই মুহিদ আলম, আলী হায়দার, শামীম আহমদ (পলাতক), তাজউদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, পাভেল (পলাতক) ও আয়াজ আলী।
গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সৌদি পালিয়ে যান মামলার প্রধান আসামি কামরুল ইসলাম।
গত ১৫ অক্টোবর কামরুলকে সৌদি আরব থেকে দেশে আনা হয়। এর আগেই মামলায় ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। তবে নিজের অনুপস্থিতির কারণ দেখিয়ে কামরুল ১৫ সাক্ষীর ফের সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। আদালত ১১ সাক্ষীর ফের সাক্ষ্য নেওয়ার আদেশ দেন।