মারা গেছেন সাকিবের শ্বশুর
অসুস্থ শ্বশুরকে দেখতে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন সাকিব আল হাসান। কিন্তু তিনি যাওয়ার আগেই মারা গেছেন শ্বশুর মমতাজ আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে সাকিবের শ্বশুর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।
সাকিবের শ্বশুরবাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তিনি অবশ্য পরিবার নিয়ে অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছিলেন।
মমতাজ আহমেদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর অবস্থা আরো জটিল হয়ে পড়ে। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগেই জেমকন খুলনার এই তারকা দল ছেড়ে যান।
গত সোমবার গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল ওঠে খুলনা। ম্যাচের পরই টিম হোটেল ছেড়ে বাসায় ফিরে যান সাকিব। কাল রাতে রওনা দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকছেন। নিষেধাজ্ঞার বেশির ভাগ সময় সাকিবও সেখানে ছিলেন। চলমান টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য গত ৬ নভেম্বর দেশে ফিরেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।