সিরাজগঞ্জে সংঘর্ষ ঠেকাতে গিয়ে যুবদলনেতার বাবার মৃত্যু
সংঘর্ষ ঠেকাতে গিয়ে আঘাত পেয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার যুবদলনেতা শাহরিয়ার ইমনের বাবা আলহাজ আহসান হাবীব (৬০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রাম থেকে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলহাজ আহসান হাবীব এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমনের বাবা।
এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমীন খাতুন জানান, শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের দুই ভাই আমদ প্রামাণিক ও রজব প্রামাণিকের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন থানা যুবদলনেতার বাবা আলহাজ আহসান হাবীব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমন বলেন, ‘আমদ প্রামানিক ও রজব প্রামানিক দুই ভাই। তাঁরা আমাদের আত্মীয়। দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রাতে উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে আমার বাবা আঘাত পেয়ে নিহত হন।’
এসআই শারমীন খাতুন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’