ইংরেজিতে বক্তব্য দেওয়ায় নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে ইংরেজিতে ভাষণ দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মিয়া জাহিদ গনি নামের এক ব্যক্তি দেশটির সুপ্রিম কোর্টে এ মামলা দায়ের করার আবেদন করেছেন।
আবেদনে অভিযোগ আনা হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত ৮ সেপ্টেম্বরে দেওয়া পাকিস্তান সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে জাতিসংঘে ইংরেজিতে ভাষণ দিয়েছেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের ওই রায়ে অবিলম্বে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সব কাজ উর্দুতে করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ আবেদনে আরো বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিসহ আরো অনেক রাষ্ট্র ও সরকারপ্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের ওই অধিবেশনে নিজ নিজ দেশের রাষ্ট্রভাষায় ভাষণ দিয়েছেন।
আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের দায়ে নওয়াজের বিরুদ্ধে আদালত অবমাননার শাস্তি দাবি করা হয়েছে। ইংরেজি ভাষণ দেওয়ার পর নওয়াজের বিরুদ্ধে এটি দ্বিতীয় দফা আদালত অবমাননার অভিযোগ।
এর আগে মাহমুদ আখতার নাকভি নামের এক ব্যক্তি সুপ্রিম কোর্টে একই ধরনের আর্জি জানিয়েছিলেন। তবে নাকভির মামলাবাজ হিসেবে পরিচিতি রয়েছে।
পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা নতুন ঘটনা নয়। আদালত অবমাননার দায়ে ২০১২ সালের ২৬ এপ্রিল পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে এক মিনিটের কম শাস্তি দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
অবশ্য একই অভিযোগে তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী তাঁকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেছিলেন। বার্তা সংস্থা বাসস জানায়, ২০১২ সালের ১৯ জুন এ রায় দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।