তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের দিন আজ
খুলনায় শিশু রাকিব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোশতাক আহমেদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আজ রোববার। মামলায় বাদীপক্ষের আইনজীবী ও মানবাধিকার সংস্থার খুলনা অঞ্চলের সমন্বয়কারী মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ওই আইনজীবী বলেন, শিশু রাকিব হত্যা মামলায় ৪০ সাক্ষীর ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্যগ্রহণ চলতি সপ্তাহেই শেষ হবে। আগামী মাসেই রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোমিনুল ইসলাম জানান, আজ তদন্তকারী কর্মকর্তা কাজী মোশতাক আহমেদ ছাড়াও ময়নাতদন্তকারী কর্মকর্তা ওহিদ মাহমুদের সাক্ষ্য নেওয়ার দিন আজ ধার্য রয়েছে। তিনি আরো জানান, বাকি তিনজনের সাক্ষ্য নেওয়া হবে না। কারণ, একই ধরনের সাক্ষ্য আগেও নেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সুলতানা রহমান শিল্পী বলেন, এই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে গেলে আগামী মাসের যেকোনো সময় এ মামলার রায় ঘোষণা করতে পারেন মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা।
চলতি বছরের ৩ আগস্ট খুলনা মহানগরের টুটপাড়া কবরখানা মোড়ে শরীফ মোটরসে ধরে এনে কমপ্রেসার দিয়ে রাকিবের মলদ্বারে বাতাস ঢোকানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এর পরের দিন ৪ আগস্ট রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে মো. শরীফ, মিন্টু খান ও বিউটি বেগমের নামে হত্যা মামলা দায়ের করেন।
রাকিবকে পাশবিক নির্যাতনের পরপরই স্থানীয় লোকজন শরিফ ও মিন্টু খানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরে বিউটি খানকে গ্রেপ্তার করে। মামলায় তিন আসামিই আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।