বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি পাঠ্যপুস্তক দিবসে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
মন্ত্রী মঙ্গলবার ঢাকায় মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপা, বাঁধাই ও বিতরণের কাজ যথারীতি এগিয়ে চলেছে। যথাসময়ে মানসম্পন্ন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন সহনশীলতা সম্পর্কিত সচেতনতা সৃষ্টি’ বিষয়ক কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম।
বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণবিষয়ক অধ্যায়সমূহের ওপর দিনব্যাপী আলোচনায় অংশ নেন পাঠ্যক্রম বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।