টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচ জিতে দারুণ সূচনা করে বাংলাদেশ। আজ শুক্রবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে লাল-সবুজের দল।
অবশ্য প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে গত বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল।
ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচে ভালো বোলিং করতে না পারলেও রুবেল হোসেন পেয়েছেন আরেকটি সুযোগ। আর ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন একটি। চেমার হোল্ডারের জায়গায় আজ খেলছেন কিয়োরস ওটলি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।