কাইয়ুম বিদেশে পালিয়েছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডে সন্দেহভাজন পরিকল্পনাকারী বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুম বিদেশে পালিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেছেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘কাইয়ুমের নির্দেশ ও পরিকল্পনায় ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনা নিশ্চিত হতে কাইয়ুমকে খোঁজা হচ্ছে।’ তিনি বলেন, তাভেলা হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে দুই বিদেশি হত্যার পরিকল্পনাকারীকে শনাক্ত করা গেছে বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তখন নাম প্রকাশ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার পরিকল্পনায় আছেন রাজনীতিবিদরা। তিনি আরো বলেন, দুই বিদেশি হত্যার পরিকল্পনা একই জায়গা থেকে এসেছে।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইতালির নাগরিক তাভেলা হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান আসাদুজ্জামান খাঁন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইতালির নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে। এর পর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনার পাঁচ দিনের মাথায় রংপুর সদরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোশি কুনিও নামের এক জাপানি নাগরিক নিহত হন।