হামলায় আইএসের সংশ্লিষ্টতা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’
পবিত্র আশুরার রাতে রাজধানীর হোসেনী দালানের সামনে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার বিষয়কে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসাদুজ্জামান খাঁন কামাল বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে।
আজ রোববার টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ঘটনায় জড়িত থাকার ব্যাপারে আইএসের যে দাবি, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামী জঙ্গিরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাদের দুই-একদিন সময় দিন, এরই মধ্যে আশা করছি প্রকৃত দুর্বৃত্তদের ধরা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, দুই বিদেশি হত্যার সঙ্গে হোসেনী দালানে বোমা বিস্ফোরণের ঘটনার সংযোগ আছে। অস্থিরতা ও আমাদের সরকারের সুনামের হানি করতে একই গ্রুপের মানুষ এসব হামলার কাজ করছে।’
একই দিন পাকিস্তানেও শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ১২ জন মারা যাওয়ার খবরটি তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।
ওই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কিন্তু বাংলাদেশে এ হামলার পেছনে ভিন্ন মোটিভ আছে, পাকিস্তানের মতো নয়। আশুরায় হোসেনী দালানে হামলা শিয়া-সুন্নি সংঘর্ষের রং দিচ্ছে।’
গত শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার হোসেনী দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক লোকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সানজু (১৬) নামের একজন মারা যায়।