আসামি উপস্থিত না থাকায় হয়নি সাক্ষ্যগ্রহণ
আদালতে পর্যাপ্ত আসামি উপস্থিত না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ দ্বিতীয় দিনের মতো পেছাল আজ বৃহস্পতিবার।
পর্যাপ্ত আসামি আদালতে হাজির না থাকায় গতকাল বুধবারও সাক্ষ্যগ্রহণ হয়নি আলোচিত এ মামলার।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর জানান, আদালতে আবদুর রউফ, এরফান আলীসহ তিনজনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৪ ও ৫ নভেম্বর ধার্য করেছেন।
কিশোর কুমার আরো জানান, আজ আদালতে হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ পাঁচজন হাজির ছিলেন।
কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওই দিন বাদীপক্ষ আদালতে সাক্ষীদের হাজির করতে না পারায় বিচারক ৩০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। ওই দিন আদালতে সাক্ষ্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। এরপর গত ২১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন আবদুল মতিন, আবদুল কাইয়ুম ও ইমান আলী।
নয় দফা পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর ৩২ জনকে অভিযুক্ত করে কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।