হতাশা কাটিয়ে জয়ে ফিরল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছিল না লিভারপুলের। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশায় ভুগছিলেন ক্লপ শিষ্যেরা। অবশেষে টটেনহ্যামকে হারিয়ে হতাশা কাটিয়ে জয়ে ফিরল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা।
গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। একটি করে গোল করেন রবার্তো ফিরমিনো, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। আর প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন পিয়ের-এমিল হয়বিয়ার্গ।
চলতি লিগে দীর্ঘ পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল লিভারপুল। এর আগে দুটিতে তারা হেরেছিল, তিনটিতে করেছিল ড্র।
এদিন প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। সহজ গোলে দলকে এগিয়ে নেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
এর এক মিনিট পরই ব্যবধান কমায় টটেনহ্যাম। লিভারপুলের ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন পিয়ের-এমিল হয়বিয়ার্গ।
এরপর ৬৫ মিনিটে স্কোরলাইন ৩-১ করে দলের জয় নিশ্চিত করেন সাদিও মানে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
চলতি লিগে ২০ ম্যাচে ১০ জয় ও সাত ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম। ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি।