আবারও চলচ্চিত্রে ফিরছেন তিন্নি
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি আবারও চলচ্চিত্রে ফিরছেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন পরিচালক সুজন শাহরিয়ার। এনটিভি অনলাইনকে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’ ছবিতে শাকিব খানের বিপরীতে তিন্নি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর তাঁকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।
এনটিভি অনলাইনকে সুজন শাহরিয়ার বলেন, ‘তিন্নি চলচ্চিত্রে অভিনয় করবেন। তাঁর সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তিন্নির বিপরীতে ছবিটিতে কলকাতার অঙ্কুশের অভিনয়ের কথা রয়েছে। অঙ্কুশের সঙ্গে আমার প্রাথমিক আলাপ হয়েছে। এখন দেখা যাক কী হয়! ডিসেম্বর মাসে আমরা চলচ্চিত্রটির মহরত করব। তখন সবাইকে আনুষ্ঠানিকভাবে সব জানাতে পারব।’
এদিকে আগামী মাসের ১০ তারিখে সেন্টমার্টিন ও কক্সবাজারে নাটকের শুটিং করতে যাচ্ছেন তিন্নি। তিন্নির ভক্তদের জন্য সুখবর হলো শুধু একটি নাটক নয়, আরো একটি টেলিফিল্মেও অভিনয় করতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে দুটি কাজ করবেন তিনি। তাই নাটকের শুটিংয়ের জন্য এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন তিন্নি।
গত সেপ্টেম্বর মাসে প্রায় দুই বছর পর তিন্নি অভিনয়ে ফিরেন। ‘একই বৃন্তে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেন তিনি। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন নীরব। রোমান্টিক ধাঁচের এই নাটক লিখেছেন তিন্নির মা কস্তরি দত্ত মজুমদার। নাটকটি পরিচালনা করেন সুজন শাহরিয়ার।