নতুন চোটের সমস্যায় সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে মাঠে ফিরতেই এবার নতুন চোটের সমস্যায় পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছেন দেশসেরা ক্রিকেটার। আজ শুক্রবার এক সংবাদ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন মাঠে নামানো হয়নি সাকিবকে। পরা জানা যায়, চোট সমস্যায় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এর মধ্যে আজ সকালে সাকিবের এমআরই করানো হয়েছে। এমআরআইয়ের রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট শুরুর আগেই সাকিবকে নিয়ে শঙ্কা ছিল। টেস্ট শুরুর আগে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ফের অস্বস্তিবোধ করেন তিনি। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশ সেরা ক্রিকেটারকে। ভাবা হয়েছিল, কুঁচকির চোটেই হয়তো ভুগছেন তিনি। তবে আজ জানা গেল নতুন চোটের খবর।
এর আগে গতকাল দিন শেষে জানানো হয়েছিল, তৃতীয় সাকিবের অবস্থা দেখে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু আজ শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি তাঁকে। আপাতত বিসিবির মেডিকেল বিভাগ সাকিবের চিকিৎসা চালিয়ে যাবে। চোটের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে। সব মিলিয়ে এই টেস্টে সাকিবের বোলিং করা নিয়ে শঙ্কা রয়েছে।