পাকিস্তান সফরে যাবেন রোহিত শর্মা?
নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান। সূচি অনুযায়ী অন্যান্য দলগুলোর পাকিস্তানে খেলা রয়েছে। আর ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দলের অন্য সদস্যরা না গেলেও পাকিস্তানে যাবেন অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা, এমনটাই জানাচ্ছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তান যাবেন রোহিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত জাঁকজমক এ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে থাকবেন রোহিত।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষণ এখনো চূড়ান্ত করেনি পিসিবি। ধারণা করা হচ্ছে, ১৬ বা ১৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান মঞ্চস্থ হতে পারে। ২৯ বছর পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল পিসিবি।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হলে নিরাপত্তাশঙ্কায় পাকিস্তানে আর বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হয়নি। ২০১৫ সাল পর্যন্ত আইসিসির কোনো পূর্ণ সদস্যদেশ পাকিস্তান সফরেও যায়নি। গত কয়েক বছরে পরিস্থিতির পরিবর্তন হলেও ২০২৩ সালে ভারতের আপত্তিতে এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান।