এমন ম্যাচে হারবেন ভাবতেই পারেননি মুমিনুল
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ার রেকর্ড গড়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে সফরকারী দল। এই ম্যাচে অবিশ্বাস্যভাবে তিন উইকেটে হেরেছে তামিম-মুমিনুলের দল।
আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘ক্রিকেট গোল বলের খেলা। অবিশ্বাস্য অনেক কিছু হয়ে যায়। আমাদের প্রত্যাশা ছিল না এমন কিছু হবে। কোনো সময়ই আমার কাছে মনে হয়নি ম্যাচ হারতে পারি। গত চার দিন আমরা ভালোভাবে দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাব।’
হারের কারণ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের জয় মানে সবার জয়। দল যখন হেরেছে, সবাই একসঙ্গে হেরেছি। তবে আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। তাছাড়া অনেকদিন পর টেস্ট খেলেছি তাই হয়তো এমন হয়েছে। তবে নির্ধারিত কোনো কারণ নেই।’
ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্সের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এই মহাকব্যিক জয় পায়।
মায়ার্স খেলেছেন ২১০ রানের দুর্দান্ত একটি ইনিংস। ৩১০ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ২০ বাউন্ডারি ও সাত ছক্কায়। টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করা ক্রিকেটার এখন মায়ার্স। একই সঙ্গে টেস্টে চতুর্থ ইনিংসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। আর ষষ্ঠ ক্রিকেটার হিসেবে চতুর্থ ইনিংসে অভিষেকে করেছেন দ্বিশতক।
তিন উইকেটে ১১০ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। মায়ার্স ও বোনার দিনের শুরু থেকেই সাবলীল ব্যাট করেন। অবশ্য শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু লিটন দাসের ক্যাচ মিসের কারণে খেসারত দিতে হয় বাংলাদেশকে।