২৬ মাস পর সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন মুমিনুল
বাংলাদেশের ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল হককে ফর্ম নিয়ে কম কথা শুনতে হয়নি। এমনকি ফর্মের কারণে হারিয়েছেন অধিনায়কত্বও। তবে ২৬ মাস পর টেস্ট ক্রিকেটে পুরোনো ছন্দে ধরা দিলেন মুমিনুল। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে ইয়ামিনের বলে বাউন্ডারি হাঁকিয়ে মুমিনুল পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে। শতক ছুঁতে মুমিনুল খেলেছেন ১২৩ বল, হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি।
এই টেস্টের প্রথম ইনিংসটা বাজে কেটেছিল মুমিনুলের। রানের উইকেটে মাত্র ১৫ রান করেই ফিরেছিলেন সাজঘরে। তবে দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ বাড়তে দেননি তিনি। সুযোগ পেয়ে ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
সবশেষ সাদাপোশাকে ২০২১ সালের জানুয়ারিতে এপ্রিলে। সেবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। মাঝে কেটে গেল দুই বছরেরও বেশি সময়। এতদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত শতকের দেখা পেলেন মুমিনুল। তিন অঙ্কের ঘরে গিয়ে জানান দিলেন—টেস্ট ক্রিকেটে এখনও হাসতে পারে তাঁর ব্যাট!
৩৭০ রানের পুঁজি নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। বরাবরের মতো ব্যাট হাতে আধিপত্য ধরে রাখেন বাংলাদেশের ব্যাটারা। বিশেষ করে, নাজমুল হোসেন শান্তর টানা সেঞ্চুরির পর মুমিনুলের দৃঢ়তায় আফগানদের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেওয়ার পথে স্বাগতিকরা।
ইতোমধ্যেই ৬০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। তবে বাংলাদেশকে ৫০০-এর ঘর পার করে দিয়ে থেমেছেন শান্ত। ১২৪ রানে তাঁর প্রতিরোধ থামিয়েছে আফগানরা। এরপর দলকে টানছেন মুমিনুল হক ও লিটন।